• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

শেষশ্রদ্ধায় গিয়ে ফিফা প্রেসিডেন্ট

সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করবো

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ০০:৫৭
স্পোর্টস ডেস্ক

ফুটবলের রাজা পেলে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। তবে ফুটবলপ্রেমীদের হৃদয়ে তিনি অমর। কারণ, কীর্তিমানের মৃত্যু নেই। তবুও নশ্বর দেহকে বিদায় জানাতেই হয়।

কিংবদন্তী এ ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকেই সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ঢল নামে জনতার। সেখানে উপস্থিত হয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পৃথিবীর সব দেশে পেলের নামে স্টেডিয়াম বানানোর অনুরোধ করা হবে।

ভিলা বেলমিরোয় স্থানীয় সংবাদকর্মীদের তিনি বলেন, আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করবো তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়।

ইনফান্তিনো জানান, শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে। সেটি ভেবে এমন প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন।

কাতার বিশ্বকাপের চলাকালীন অসুস্থ হয়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে মারা যান তিনি।

ভিলা বেলমিরো স্টেডিয়ামে শ্রদ্ধা জানানো শেষে পেলেকে নেওয়া হবে তার শতবর্ষী মা দোনা সেলেস্তের বাড়িতে। মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় কেবলমাত্র পরিবারের উপস্থিতিতে সমাহিত করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শেষ শ্রদ্ধা,ফিফা প্রেসিডেন্ট,অনুরোধ,স্টেডিয়াম,পেলে,জিয়ান্নি ইনফান্তিনো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close