• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৮৪ বছর পর লিভারপুলকে হারালো ব্রেন্টফোর্ড

প্রকাশ:  ০৩ জানুয়ারি ২০২৩, ১০:৫৭
স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ হেরে গেলো লিভারপুল। ৮৪ বছর পর ব্রায়ান এমবুমোদের কাছে হারলো অলরেডরা। সবশেষ ১৯৩৮ সালে এমন পরিস্থিতির শিকার হয়েছিলো দলটি।

সোমবার (২ জানুয়ারি) রাতে কমিউনিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

ম্যাচের ১৯তম মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার থেকে পাওয়া বলে আত্মঘাতী গোল করে বসেন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। ৪২ মিনিটে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োয়ান উইসা। কিন্তু এর আগে দুইবার বল জালে ফেলেও তার গোল বাতিল করে ভিএআর।

বিরতির পর কৌশলে বদল আনেন লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ। মাঠ থেকে একসঙ্গে তুলে নেন ভার্জিল ফন ডাইক, হার্ভে এলিয়ট ও কোনাস্তানিন্তোস সিমিকাসকে। তাতে দ্বিতীয়ার্ধে কিছুটা গতি পায় তারা। ৫০ মিনিটে অক্সলেড-চেম্বারলেইনের গোলে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। ৮৪ মিনিটে লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ব্রায়ান এমবুমো।

এই হারে শীর্ষ চারে ঢোকার রাস্তাটা আরো কঠিন হয়ে গেলো অলরেডদের জন্য। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ছয়ে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে ২৬ পয়েন্ট নিয়ে সাতে ব্রেন্টফোর্ড। প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রিমিয়ার লিগ,ব্রেন্টফোর্ড,লিভারপুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close