• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে সিরিজ

নিউজিল্যান্ডকে হারিয়ে শুরুটা দারুণ করলো পাকিস্তান

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৩, ১০:০২
স্পোর্টস ডেস্ক

নাসিম শাহর পাঁচ উইকেট আর ব্যাট হাতে বাবরের ফিফটি। সঙ্গে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ করলো পাকিস্তান।

সোমবার (৯ জানুয়ারি) করাচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয় ৬ উইকেটে। ২৫৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১১ বল হাতে রেখে।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৫ রান তুলেছিলো নিউজিল্যান্ড। মজার ব্যাপার হলো, লড়াকু পুঁজি পেলেও পাকিস্তানি বোলারদের তোপে কিউই ব্যাটারদের কেউ ফিফটি করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান (৪২ বলে) করেন মাইকেল ব্রেসওয়েল। টম লাথাম ৪২, গ্লেন ফিলিপস ৩৭ এবং ড্যারেল মিচেলের ব্যাট থেকে আসে ৩৬ রান।

নাসিম শাহ ৫৭ রানে নেন ৫টি উইকেট। দু’টি উইকেট উসামা মীরের।

জবাবে ইমাম উল হক ১১ করে ফিরলেও এরপরের সব ব্যাটারই রান পেয়েছেন পাকিস্তানের। আরেক ওপেনার ফাখর জামান করেন ৫৬। বাবর আজম ৬৬ আর হারিস সোহেল আউট হন ২৩ বলে ৩২ রানের ছোটখাটো ঝড় তুলে। ৮৬ বলে ৬ চার আর ১ ছক্কায় ৭৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।

একই মাঠে বুধবার (১১ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৫৫/৯ (অ্যালেন ২৯, কনওয়ে ০, উইলিয়ামসন ২৬, মিচেল ৩৬, ল্যাথাম ৪২, ফিলিপস ৩৭, ব্রেসওয়েল ৪৩, স্যান্টনার ২১, শিপলি ০, সাউদি ১৫*, ফার্গুসন ১*; নাসিম ১০-০-৫৭-৫, রউফ ৮-১-৫৪-০, ওয়াসিম ৮-০-৪৩-১, উসামা ১০-০-৪২-২, নাওয়াজ ১০-০-৩৮-১, সালমান ৪-০-১৮-০)

পাকিস্তান: ৪৮.১ ওভারে ২৫৮/৪ (ফখর ৫৬, ইমাম ১১, বাবর ৬, রিজওয়ান ৭৭, সোহেল ৩২, সালমান ১৩*; সাউদি ৮.১-০-৫৫-১, শিপলি ৬-১-২৮-০, ব্রেসওয়েল ১০-০-৪৪-২, ফার্গুসন ৮-০-৫১-০, স্যান্টনার ১০-০-৪৩-০, ফিলিপস ৬-০-৩৫-১)

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথমটির পর ১-০তে এগিয়ে পাকিস্তান

পূর্বপশ্চিমবিডি/এসএম

ওয়ানডে,সিরিজ,পাকিস্তান,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close