• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

শাস্তির মুখে সাকিব-সোহান-বিজয়!

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৩, ২১:৩৯
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (১০ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিলো ফরচুন বরিশাল। এ ম্যাচে বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। সেই বিতর্কে যুক্ত ছিলেন প্রতিপক্ষের অধিনায়ক নুরুল হাসান সোহানও। তাতে শাস্তির মুখে পড়েছেন দুইজন। সেই সঙ্গে অসদাচরণের জন্য জরিমানার মুখে পড়তে যাচ্ছেন বরিশালের ওপেনার এনামুল হক বিজয়ও।

ম্যাচ শেষে এমনই আভাস দিয়েছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং ম্যাচ রেফারি রকিবুল হাসান।

তিনি বলেন, টুর্নামেন্টের সার্থে আমরা অবশ্যই কঠোর হবো। মাঠে যেকোনো শৃঙ্খলা বিরোধী কাজ আমরা কঠোরভাবে দমন করার চেষ্টা করবো।

যদিও কী শাস্তি হবে তা তিনি জানাতে পারেননি। শুধু এটুকু বলেছেন, ম্যাচ রেফারি যে রিপোর্ট দেবেন তার ওপর ভিত্তি করেই শাস্তি নির্ধারিত হবে।

ওই ম্যাচের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আক্তার আহমেদ শিপার। নির্ভরযোগ্যসূত্রে জানা গেছে, বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান, রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং বরিশালের ওপেনার এনামুল হক বিজয়কে শাস্তি হিসেবে আর্থিক জরিমানা করা হবে। তবে তা ম্যাচ ফি’র কতো শতাংশ সেটা নির্ভর করবে ম্যাচ রেফারি এবং ফিল্ড আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে।

আরো একটি সূত্রে জানা গেছে, এই তিন ক্রিকেটারের ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শাস্তি,বিপিএল,রংপুর রাইডার্স,ফরচুন বরিশাল,সাকিব আল হাসান,নুরুল হাসান সোহান,এনামুল হক বিজয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close