• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে ফিক্সিংয়ের প্রস্তাব

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২৩, ২২:০৯
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালকের কাছে। যদিও ওই কর্মকর্তা তাৎক্ষণিক সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেননি, সঙ্গে সঙ্গে তা জানিয়ে দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন সংস্থা আকসুকে।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, আমরা শুনেছি, একটা দলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। আকসু বিষয়টি দেখছে।

বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেই নাকি জাতীয় দলের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিলো। বিপিএল ড্রাফটের আগে সেই ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি নিয়ে কথা চালাচালি হচ্ছিলো এক ফ্র্যাঞ্চাইজির। কিন্তু সেই ফ্র্যাঞ্চাইজি থেকে চুক্তির সঙ্গে কিছু ‘শর্ত’ জুড়ে দেওয়া হয়।

ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হয়ে দু’জন সেই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছিলেন। তাদের একজন সেই ক্রিকেটারকে এবারের বিপিএলে ‘তিন-চার ম্যাচে ফেভার’ করার প্রস্তাব দেন। আরেকজন বলেছিলেন, ‘দু-তিন ম্যাচে কাজ করতে হবে’। সেই ক্রিকেটার অবশ্য অনৈতিক প্রস্তাবে সাড়া দেননি। সে দলের সঙ্গে সরাসরি চুক্তিতেও যাননি।

পরে ড্রাফট থেকে সেই ক্রিকেটারকে অন্য ফ্র্যাঞ্চাইজি দলে নিয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাবের বিষয়টি সেই ক্রিকেটার বিসিবিকে জানিয়েছেন। এখন যে দলের হয়ে তিনি খেলছেন, সেই দলটিও বিষয়টি অবগত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

প্রস্তাব,ফিক্সিং,সিলেট স্ট্রাইকার্স,মাশরাফি বিন মুর্তজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close