• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভ্যালেন্সিয়াকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২৩, ১১:২০
স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১১ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস এক লড়াই নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ ড্র থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির দল।

দু’দিন আগেই ভিলারিয়ালের বিপক্ষে লিগে হেরে যাওয়া রিয়াল এদিন চার পরিবর্তন নিয়ে মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই রিয়ালের শট দারুণভাবে আটকে দিচ্ছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জিওর্গি মামারদাশভিলি। তবে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। বেনজেমাকে ট্যাকল করে বসেন ইরে কোমার্ট। সেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ ঠিকঠাক মুঠোয় রাখতে কামাভিঙ্গাকে তুলে মদ্রিচকে নামান আনচেলত্তি। কিন্তু রিয়াল কোচের এগিয়ে থাকার স্বস্তিতে পানি ঢেলে দেন লিনো। তনির নিখুঁত ক্রসে হেড করে বল জালে জড়ান এ ব্রাজিলিয়ান।

নির্ধারিত সময়ের শেষের দিকে গোলরক্ষককে একা পেয়েও দারুণ এক সুযোগ মিস করেন ভিনিসিয়াস। অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেও দুই দল ব্যবধান বাড়াতে না পারলে ফয়সালা হয় টাইব্রেকারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রিয়াল মাদ্রিদ,ফাইনাল,ভ্যালেন্সিয়া,স্প্যানিশ সুপার কাপ,টাইব্রেকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close