• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তানে সিরিজ জয় নিউজিল্যান্ডের

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০২৩, ১১:১৫
স্পোর্টস ডেস্ক

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে গ্লেন ফিলিপসের দুর্দান্ত এক ইনিংসে ভর করে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজট ২-১ ব্যবধানে জিতে নিলো কিউইরা। এটি ৫৪ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জয় নিউজিল্যান্ডের।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে করাচিতে দিবারাত্রির ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ফাখর জামানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ১২২ বলে ১০ চার আর ১ ছক্কায় ফখর খেলেন ১০১ রানের ইনিংস।

মোহাম্মদ রিজওয়ান ৭৭ আর আঘা সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান। টিম সাউদি ৫৬ রানে নেন ৩টি উইকেট। দুটি উইকেট শিকার লকি ফার্গুসনের।

জবাবে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে নিউজিল্যান্ডের ব্যাটাররা। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের দুজনই করেন অর্ধশতক। তবে ২০৫ রানে সফরকারীরা ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। কিন্তু সেখান থেকে দলকে জয় এনে দেন গ্লেন ফিলিপস। তার ৪২ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসের ওপর ভর করে জয় পায় নিউজিল্যান্ড।

ইনিংসের ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড, নিশ্চিত করে সিরিজ। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম আর আঘা সালমান নেন দুটি করে উইকেট।

ওয়ানডেতে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে ফিলিপসের হাতে। তবে সিরিজসেরা হন ডেভন কনওয়ে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিউজিল্যান্ড,পাকিস্তান,সিরিজ,জয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close