• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৭৩ রানে থামলো শ্রীলঙ্কা, ৩১৭ রানের রেকর্ড জয় ভারতের

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২৩, ২২:৫৪
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে হারের বিব্রতকর রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। ভারতের ছুড়ে দেওয়া ৩৯০ রানের পাহাড়ের জবাব দিতে নেমে মাত্র ৭৩ রানে অলআউটে হয়ে যায় সফরকারীরা। হারতে হয় ৩১৭ রানের অবিশ্বাস্য ব্যবধানে!

এর আগে সবচেয়ে বেশি ব্যবধানের হারটি ছিল আয়ারল্যান্ডের; ২৯০ রানে। প্রায় দেড় দশক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েছিল আয়ারল্যান্ড।

রোববার (১৫ জানুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল মিলে গড়েন ৯৫ রানের জুটি। ৪২ রান করেন রোহিত শর্মা। এরপর জুটি গড়েন দুই সেঞ্চুরিয়ান শুভমান গিল এবং ভিরাট কোহলি। দু’জনের ব্যাটে গড়ে ওঠে ১৩১ রানের বিশাল জুটি। ৮৫ বলে ওয়ানডেতে নিজের ৪৬তম সেঞ্চুরি পূরণ করেন কোহলি। ৯৭ বলে ১১৬ রান করে সাজঘরে ফেরেন গিল। ১১০ বলে ১৬৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন কোহলি। ৫ উইকেট হারিয়ে ৩৯০ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ২২ রানে দুই ওপেনারকে হারায় তারা। ভারতীয় বোলারদের তাণ্ডবে দাঁড়াতে পারেনি লঙ্কান কোনো ব্যাটার। দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন মাত্র তিন ক্রিকেটার। ৭৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ৩১৭ রানের পরাজয়ে লজ্জার রেকর্ডের সঙ্গী হলো শ্রীলঙ্কা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভারত,জয়,রেকর্ড,রান,শ্রীলঙ্কা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close