• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেসিরা শেষ পর্যন্ত ঢাকায় আসবেন তো?

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৪
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু সকালেই তা স্থগিত করা হয়। তারপর থেকে গুঞ্জন শুরু হয়ে যায়, লিওনেল মেসিরা শেষ পর্যন্ত ঢাকায় আসবেন তো?

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাফুফের তরফ থেকে জানানো হয়েছিলো যে জুনে ঢাকায় আসছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে এক রাতে কী হলো যে সংবাদ সম্মেলনই বাতিল করতে হলো?

বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ভিড়। বাফুফের নির্বাহী কমিটির কাউকে পাওয়া যায়নি। কেউ ফোনও ধরেননি। হঠাৎ কেন সংবাদ সম্মেলন ডাকা, হঠাৎ কেন বাতিল করা? এসবের কোনো কারণই জানা যায়নি। বুধবার সন্ধ্যার একটু আগে আবার বাফুফের মিডিয়া বিভাগ থেকে বার্তা।

হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে বাফুফে বলেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অবহিত করা হবে। আর্জেন্টিনার বাংলাদেশে আগমন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কাম্য।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আর্জেন্টিনা ফুটবল দল,ঢাকা,সংবাদ সম্মেলন,লিওনেল মেসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close