• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপ

ব্রাজিলের কাছে ৩-১ ব্যবধানে হারলো আর্জেন্টিনা

প্রকাশ:  ২৪ জানুয়ারি ২০২৩, ১১:২৮ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:৩০
স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের কাছে ৩–১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। ২ ম্যাচের দুটিতেই জিতে ‘এ’ গ্রুপের দুইয়ে উঠলো ব্রাজিল। ২ ম্যাচ খেলে জয়শূন্য আর্জেন্টিনা চারে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে কলম্বিয়ার কালিতে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা।

ম্যাচের ৮ মিনিটে গোল এনে দেন করিন্থিয়ান্স মিডফিল্ডার গিয়ের্মে বিরো। থ্রো থেকে বক্সে জটলার ভেতর দাঁড়িয়ে বাঁ পায়ের সাইডভলিতে গোল করেন বিরো। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি পেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার জিনো ইনফান্তিনোর স্পটকিক রুখে দেন ব্রাজিলের গোলকিপার মাইকায়েল। এরপর ৩৬ মিনিটে একক নৈপূণ্যে গোল করেন জানুয়ারির শুরুর দিকে চেলসিতে যোগ দেওয়া মিডফিল্ডার আন্দ্রে সান্তোস।

প্রায় মাঝমাঠে বল পেয়ে দারুণ এক মুভে জালে জড়ান সান্তোস। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে পেনাল্টি পায় ব্রাজিল। আর্জেন্টিনার লাউতারো দি লোলো ফাউল করেন ব্রাজিলের ভিক্টর রকিকে। স্পটকিক থেকে গোল করে ব্রাজিলের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩–০ করেন রকি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি ডেভিড গঞ্জালেসের।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অনূর্ধ্ব-২০,ফুটবল,চ্যাম্পিয়নশিপ,আর্জেন্টিনা,ব্রাজিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close