• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রেকর্ড গড়া জয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৪৬
স্পোর্টস ডেস্ক

দু’টি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড গড়লো ভারত। বুধবার (১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে প্রথমে ব্যাট করে শুবমান গিলের সেঞ্চুরিতে ২৩৪ রান তুলে ভারত। জবাবে নিউজিল্যান্ড গুটিয়ে যায় মাত্র ৬৬ রানে। ১৬৮ রানের বিশাল ব্যবধানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয় পায় রোহিতরা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী জুটির সঙ্গী ঈশান কিষান দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলেও রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়াদের সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে দুই শ পার করিয়ে দেন ২৩ বছর বয়সী শুবমান গিল। এর মধ্যে প্রথম পঞ্চাশ রান তুলতে খেলেন ৩৫ বল, পরের পঞ্চাশে মাত্র ১৯।

৫৪ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি শুবমানের প্রথম টি-টোয়েন্টি শতক। শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন ৬৩ বলে ১২৬ রানে অপরাজিত থেকে। টি-টোয়েন্টিতে ভারতের পক্ষে সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস এটি। এতোদিন শীর্ষে ছিলো গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা বিরাট কোহলির ১২২*।

শুবমানের ইনিংসটি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। এর আগে একই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও শুবমানের ব্যাট থেকে এসেছিলো ২০৮ রানের ইনিংস।

শুবমানের ১২ চার ৭ ছয়ের ইনিংসটিকে সঙ্গ দিয়েছে ত্রিপাঠির ২২ বলে ৪৪, সূর্যকুমারের ১৩ বলে ২৪ আর পান্ডিয়ার ১৭ বলে ৩০ রানের ইনিংস তিনটি।

টার্গেট তাড়া করতে নেমে হার্দিক পান্ডিয়া, আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২.১ ওভারে ৬৬ রানেই অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্র্যারেল মিচেল।

ভারতের হয়ে পান্ডিয়া ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেন। দু’টি করে উইকেট নেন আর্শ্বদীপ সিং, উমরান মালিক ও শিভম মাভি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভারত,রেকর্ড,সিরিজ,টি-টোয়েন্টি,জয়,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close