• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ভূমিকম্পে প্রাণ হারালেন তুরস্কের গোলরক্ষক তুরকাসলান

প্রকাশ:  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪১
স্পোর্টস ডেস্ক

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে দেশটির ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে। তার ক্লাব ইয়েনি মালত্যাসপোরের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। ক্লাবটি টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলবো না। আপনার শান্তি কামনা করি’।

তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ছয়বার খেলেছেন ২৮ বছর বয়সী এ ফুটবলার।

এদিকে সোমবার (৫ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৭৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার ৮৯৪ জনের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গোলরক্ষক,তুরস্ক,ভূমিকম্প,প্রাণ,আহমেত ইয়ুপ তুরকাসলান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close