• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আজ বিপিএলে ধারাভাষ্য হবে বাংলায়

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারাভাষ্য থেকে শুরু করে ম্যাচের সব আনুষ্ঠানিকতা বাংলায় হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের গ্রুপপর্বের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় কুমিল্লার মুখোমুখি হবে রংপুর। সন্ধ্যা ৭টায় বরিশালের বিপক্ষে লড়বে খুলনা।

যা যা থাকছে

১. সব ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ পোশাক পরবেন।

২. ম্যাচ চলাকালে ধারাভাষ্যকাররা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব নিয়ে আলোচনা করবেন (ইংরেজি ও বাংলায়)।

৩. বাংলাদেশি ধারাভাষ্যকাররা বাংলায় ধারাভাষ্য দেবেন এবং বিদেশি ধারাভাষ্যকাররাও তাদের ধারাভাষ্যের সময় কিছু বাংলা শব্দ ব্যবহার করবেন।

৪. ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায়।

৫. ম্যাচপরবর্তী উপস্থাপনা ও সাক্ষাৎকার নেওয়া হবে বাংলায় (প্রয়োজন ভেদে ইংরেজিতে, যদি শুধু বিদেশি খেলোয়াড়দের কেউ ম্যাচসেরা নির্বাচিত হন)।

৬. সব দলের প্রতিটি খেলোয়াড়, খেলা পরিচালনাকারী কর্মকর্তা, ধারাভাষ্যকার ও উপস্থাপক বাংলা বর্ণমালা সংবলিত বিশেষ বাহু বন্ধনী (আর্ম ব্যান্ড) পরবেন।

৭. মাঠে থাকা বড় পর্দায় ভাষার মাসের কিছু উক্তি প্রদর্শন করা হবে।

বিপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close