• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

প্রথম ম্যাচেই সাকিবের পেশোয়ারের জয়

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮
স্পোর্টস ডেস্ক

বিপিএল থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল বরিশাল ফরচুন। এতে কিছুটা সময় পেয়েছেন তিনি। এই সুযোগে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের হয়ে চুক্তি সারেন তিনি। পেশোয়ার জালমিতে খেলতে দুপুরে পাকিস্তানে যানি সাকিব। রাতেই নেমে পড়েন মাঠে। প্রথম ম্যাচে দলের জয়ে বলার মতো ভূমিকা রাখতে পারেননি তিনি।

দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়েছে পেশোয়ার। আগে ব্যাট করতে নেমে পেশোয়ারকে বড় স্কোর এনে দেন অধিনায়ক বাবর আজম ও ইংলিশ ব্যাটসম্যান টম কোহলার-ক্যাডমো। ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেন কোহলার-ক্যাডমোর। আর বাবর ৪৬ বলে করেন ৬৮ রান। দুজনের ১৩৯ রানের জুটিতে ১৯৯ রান করে পেশোয়ার। দুই বল বাকি থাকতে ব্যাট করতে নামেন সাকিব। ১ বলে করেন ১ রান।

জবাবে ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে খেই হারায় করাচি। কিন্তু শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিমের ৭৪ বলে ১৩১ রানের জুটিতে ম্যাচে ফেরে করাচি। ৫২ রানে মালিক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ইমাদের ৪৭ বলে ৮০ রানের ইনিংসও জেতাতে পারেনি করাচিকে। বল হাতে বিবর্ণ ছিলেন সাকিব; ৩ ওভার বোলিং করে দেন ৩২ রান। এর আগে সবশেষ ২০১৭ সালে পেশোয়ারের জার্সিতে পিএসএলে খেলেছেন সাকিব।

সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close