• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

ফিরে আসতে পেরে আমি খুবই খুশি: হাথুরুসিংহে

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৮
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে এসে পৌঁছেছেন চান্দিকা হাথুরুসিংহে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৬ মিনিটে ঢাকায় পৌঁছান তিনি। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন এই লঙ্কান।

এদিকে গাড়ি বিমানবন্দর গেট দিয়ে বের হতেই ঘিরে ধরেন সাংবাদিকরা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি।

ভেতরে থেকেই গাড়ির জানালা খুলে এই শ্রীলঙ্কান বলেন, ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।

এরপর দুই লাইনে বললেন ফিরে আসার কারণও ‘আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি’।

দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারো বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের আসার পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চান্দিকা হাথুরুসিংহে,খুশি,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close