• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪০ | আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার (২৪) সকালে ঢাকায় পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।

প্রথম ভাগে সকাল ৮টা ৭ মিনিটে ১৫ জন এসেছেন কাতার এয়ারওয়েজে করে। পরে ৮টা ৩৫ মিনিটে এমিরেটসে করে এসেছেন ৭ জন। ২৩ সদস্যের দলের বাকি একজন সদস্য বিকেলে আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।

আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টায় গড়াবে দিবারাত্রির ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর একমাস আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, পিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড

জস বাটলার (অধিনায়ক), টম আবেল, রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আরচার, স্যাম কুরান, ডেভিড মালান, আদিল রশিদ, পিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড, বেন ডাকেট, উইল জ্যাকস ও ক্রিস জর্ডান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দল,ঢাকা,ক্রিকেট,ইংল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close