• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন মিরাজ-এবাদত

প্রকাশ:  ১৮ মার্চ ২০২৩, ১২:৫৪
স্পোর্টস ডেস্ক

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতলেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং এবাদত হোসেন। ২০২২ সালের সেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের পুরস্কার জিতেছেন মিরাজ। এবাদত জিতেছেন সেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার।

২০২২ সালে বাংলাদেশের ক্রিকেটে ধরা দিয়েছে অনেক সাফল্য। এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয় এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়। গত বছর ভারতকেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় টাইগাররা।

মাউন্ট মুঙ্গানুই টেস্টের নায়ক ছিলেন পেসার এবাদত হোসেন। ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি। এবাদতের সেই বোলিং ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের স্বীকৃতি পেয়েছে।

অন্যদিকে মিরপুরে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান মেহেদি হাসান মিরাজ। ইশান কিশানের ডাবল সেঞ্চুরির ইনিংসকে পেছনে ফেলে তার সে ইনিংসটি জিতে নিয়েছে বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার।

মিরাজ,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close