• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আইপিএল খেলতে বিসিবিকে চিঠি দিয়েছেন সাকিব-লিটন

প্রকাশ:  ১৯ মার্চ ২০২৩, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। শনিবার সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের ফাঁকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

এ জন্য সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। যদিও দুজনের চিঠির উত্তর এখনো দেয়নি বিসিবি। জালাল ইউনুস বলেছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। তার আগেই অবশ্য শুরু হয়ে যাবে আইপিএল। ৩১ মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এবারের মৌসুমে সাকিব-লিটনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বিসিবি থেকে এনওসি পেলে প্রথমবার আইপিএল খেলতে যাবেন লিটন। সাকিব অবশ্য ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন।

আইপিএলে এবার সাকিব-লিটনের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে গতবারের মতো ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। টেস্ট দলে নিয়মিত না থাকা মোস্তাফিজের অবশ্য বিসিবির এনওসি পাওয়া নিয়ে সংশয়ের কারণ নেই। এক মৌসুমে তিন বাংলাদেশি ক্রিকেটার এবারই প্রথম সুযোগ পেয়েছেন।

সাকিব-লিটন,আইপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close