• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টি-টোয়েন্টি সিরিজ

দুপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ

প্রকাশ:  ২৭ মার্চ ২০২৩, ১০:৪৯
স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টিতে শুভসূচনা করতে প্রস্তুত স্বাগতিকরা। অন্যদিকে টাইগারদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে আইরিশ বাহিনী।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

সর্বশেষ ২০১৬ সালে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছিলো বাংলাদেশ-আয়ারল্যান্ড। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় জিতেছিলো আয়ারল্যান্ড। পরবর্তীতে ২০১২ সালে আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ২০১৬ সালে ধর্মশালায় বিশ্বকাপে মঞ্চে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।

আয়ারল্যান্ড দল

অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,সিরিজ,বাংলাদেশ,আয়ারল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close