• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১২৫ রানের লক্ষ্যে ব্যাটে বাংলাদেশ, বৃষ্টির হানা

প্রকাশ:  ০৩ মে ২০২৪, ২০:২৬ | আপডেট : ০৩ মে ২০২৪, ২০:৪৩
পূর্বপশ্চিম ডেস্ক

ব্যাটিং বিপর্যয়ে পড়লেও পুরো ২০ ওভারই খেলেছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে তারা।

জবাবে ব্যাটে নেমে ৩ ওভারে ১০ রান তুলেছে বাংলাদেশ। মুজারাবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন লিটন দাস।

তবে বৃষ্টির কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা আপাতত বন্ধ। ৮ বলে ৩ রানে অপরাজিত রয়েছেন তানজিদ। অন্য প্রান্তে ৭ বলে ৪ রানে অপরাজিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৪১ রানে ৭ উইকেট খুইয়ে ফেলার বিপর্যয় সামলে শতরানের আগেই জিম্বাবুয়ের গুটিয়ে যাওয়ার শঙ্কা দূর করেন মাসাকাদজা ও ক্লাইভ মাদান্দে। অষ্টম উইকেট জুটিতে তারা যোগ করেন ৭৫ রান। মাদান্দে খেললেন ৩৯ বলে ৪৩ রানের ইনিংস। মাসাকাদজার ইনিংস থামে ৩৮ বলে ৩৪ রানে।

ম্যাচের শুরুতে অনেক দিন পর একাদশে ফেরা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন চমক দেখান। ৪ ওভারে ১৫ রানে তার শিকার ৩ উইকেট। সমান উইকেট নেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। তাসকিন খরচ করেছেন মাত্র ১৪ রান। অফ স্পিনার শেখ মেহেদী একটি মেডেনসহ ১৬ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

বোলারদের দিনে হতাশ করলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন। দুজনেই সমান ৪ ওভার হাত ঘুরিয়ে উইকেটশূন্য থাকলেন ৩৭ রান খরচায়।

বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে শেষমেশ দিল ১২৫ রানের লক্ষ্য। শক্তিমত্তায় এগিয়ে থাকা বাংলাদেশের জন্য এই রান করা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়।

তবে আজকের ম্যাচে ৪১ রানে সাত উইকেট হারানো জিম্বাবুয়ে দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছে। একটা সময় যখন মনে হচ্ছিল তারা একশ’র নিচেই গুটিয়ে যাবে, সেখান থেকে দলকে তুলে আনেন মাসাকাদজা ও মাদান্দে। অষ্টম উইকেটে তারা দুজন গড়ে তোলেন ৭৫ রানের জুটি। ইনিংসের শেষ বলে ওয়েলিংটন মাসাকাদজা রান আউট হলে সফরকারীরা ১২৪ রানে অলআউট হয়।

খেলা,ক্রিকেট,বিসিবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close