• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টি সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ২৭ মার্চ ২০২৩, ১৩:৩৭ | আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৭:৩১
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড।

সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

এ ম্যাচে তিন পেসার ও তিন স্পিনারের বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন- তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তানভীর অবশ্য এ সিরিজের দলেই নেই।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আছে আয়ারল্যান্ড একাদশে। গতকালই জানানো হয়েছে, এ সিরিজে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

টি-টোয়েন্টি,সিরিজ,বাংলাদেশ,টস,ব্যাটিং,আয়ারল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close