• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৮ ওভারে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০৪ রান

প্রকাশ:  ২৭ মার্চ ২০২৩, ১৭:৩০ | আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৭:৪৩
স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯.২ ওভারে ২০৭/৫ ( মিরাজ ৪*, সাকিব ২০*; শামীম হোসেন ৩০, লিটন ৪৭, রনি ৬৭)।

বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের ইনিংসের দৈর্ঘ্য নেমে এসেছে ৮ ওভারে। তাদের দরকার ১০৪ রান, খেলা শুরু হবে বিকাল ৫টা ৪০ মিনিটে।

বৃষ্টিতে ২০৭ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও আগ্রাসী মন্ত্রে ব্যাটিং করেছে বাংলাদেশ। চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় স্কোরের দেখা পেয়েছে। ১৯.২ ওভারে দলীয় ২০৭ রানের সময় বৃষ্টি নামলে পরে সেখানেই শেষ হয়েছে স্বাগতিকদের ইনিংস। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে।

অবশ্য লিটন-রনি যেভাবে বিস্ফোরক গতিতে ব্যাট করছিলেন, তাদের জুটি টিকে থাকলে স্কোর আরও বেশি হতে পারতো। লিটন ৪৭ রানে আউট হওয়ার পর আরও বেশি ঝড় তুলে খেলেছেন রনি। ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া এই ব্যাটার আউট হতেই কিছুটা ছন্দ হারায় তারা। তার পরেও শামীম, হৃদয় ও সাকিবের ব্যাটিং স্কোর দুইশো ছাড়াতে ভূমিকা রাখে। যার মূল ভিতটাই গড়ে দিয়েছে লিটন-রনির ৯১ রানের বিস্ফোরক ওপেনিং জুটি।

আইরিশদের হয়ে ৪৫ রানে দুটি উইকেট নিয়েছেন ক্রেইগ ইয়াং। একটি করে নিয়েছেন হ্যারি টেক্টর, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।

ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close