• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শেষ ম্যাচে মাঠে লড়ছে সিশেলস-বাংলাদেশ

প্রকাশ:  ২৮ মার্চ ২০২৩, ১৫:৫২ | আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:০৪
স্পোর্টস ডেস্ক

দ্বিপক্ষীয় সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে সিশেলস ও বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল পৌনে ৪টায়।

স্বাগতিকদের শুরুর একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। তার বদলে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। প্রথম ম্যাচের একাদশ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দুটি পরিবর্তন এনেছেন।

জামালের পরিবর্তে আজকের ম্যাচে সুযোগ পেয়েছেন রবিউল ইসলাম। এক সময় জাতীয় দলে নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন রবিউল। এরপর হারিয়ে যান ফুটবল থেকে। অনেক সংগ্রামের পর এখন জাতীয় দলে নিজের নাম লিখিয়েছেন তিনি।

২০১৩ সালে নেপালের বিপক্ষে অভিষেকের পর মাত্র তিনবার বদলি হয়ে মাঠে নেমেছিলেন জামাল। ২০১৫ সালে আফগানিস্তান, ২০১৮ সালে শ্রীলঙ্কা ও ২০২১ সালে নেপালের বিপক্ষে একাদশে ছিলেন না এই তারকা মিডফিল্ডার।

এছাড়াও আগের ম্যাচে একাদশে ছিলেন দীর্ঘ বিরতির পর ফেরা আমিনুর রহমান সজীব। আজ সজীবের বদলে সুমন রেজাকে একাদশে নিয়েছেন কোচ৷

সিলেট জেলা স্টেডিয়ামে শেষ ম্যাচের আগে অনুশীলন করেছে বাংলাদেশ। সৌদি আরবে আন-অফিশিয়াল ম্যাচে মালাবির বিপক্ষে দেখানো চমৎকার পারফরম্যান্সের ছাপ সিলেটে প্রথম প্রস্তুতি ম্যাচে করে দেখাতে পারেনি জামাল ভূঁইয়ারা।

মালাবিসহ শেষ দুই ম্যাচেই গোল করেছেন ডিফেন্ডাররা। সে তুলনায় একেবারেই ম্লান ছিলেন ফরোয়ার্ডরা।

২০১৯ সবশেষে ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জয়ের সুখস্মৃতি পেয়েছিলো বাংলাদেশ। এবার সিশেলসকে হারাতে পারলে আবারো দেশের ফুটবলে ফিরবে সে সুখস্মৃতি। প্রথম ম্যাচে জয়ের পর দুই দিনের প্রস্তুতিতে রিকভারির দিকেই বেশি মনোযোগ দিয়েছেন ফুটবলাররা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,সিশেলস,মাঠ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close