• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‌‘দুর্বল’ সিশেলসের কাছেও হারলো বাংলাদেশ

প্রকাশ:  ২৮ মার্চ ২০২৩, ১৮:২০
স্পোর্টস ডেস্ক

সিলেটে সিশেলসের বিপক্ষে ১-০ গোলে প্রথম ম্যাচে জিতলেও হৃদয়স্পর্শী ফুটবল খেলেনি লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ভালো ফুটবলের আশা দিয়েছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু মঙ্গলবার (২৮ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে সিশেলসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

এদিন জয় অথবা ড্র হলে সিশেলসের বিপক্ষে সিরিজ জয় হতো বাংলাদেশের। কিন্তু হারের কারণে ১-১ সমতায় সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। এর আগে গত ২৫ মার্চ প্রথম ম্যাচে ১-০ গোলে সিশেলসকে হারিয়েছিলো লাল-সবুজের দল।

দ্বিতীয় ম্যাচে ভালোই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। গোল না পেলেও নিজেদের জাল তারা নিরাপদে রেখেছিলো ৫৯ মিনিট পর্যন্ত। ম্যাচের সে সময়ে নিজেদের ডি-বক্সের মধ্যে ফাউল করে বসেন বাংলাদেশি ডিফেন্ডার সাদ উদ্দীন।

ফাউলের পরে হলুদ কার্ড দেখতে হয় সাদকে। সঙ্গে পেনাল্টির সুযোগ পায় প্রতিপক্ষ। পেনাল্টি থেকে গোল করেন চেলসির সাবেক ফুটবলার মিকাইল ম্যানসিয়েন্নে। তাতে ১-০ গোলে এগিয়ে যায় সিশেলস। শেষ পর্যন্ত বাংলাদেশ গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিশেলস।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,সিশেলস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close