• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

টসের পর ঝুম বৃষ্টি, খেলা শুরু নিয়ে শঙ্কা

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ১৩:৫২ | আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:২৭
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। এদিকে টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তাই খেলা শুরু নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বুধবার (২৯ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। টস হওয়ার পরই পিচে নেমে আসে কাভার। খানিক বাদে শুরু হয় বৃষ্টি।

সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজকে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে সাকিব বাহিনীর।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন নেই। তবে আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ফাস্ট বোলার ক্রেইগ ইয়াংয়ের জায়গায় এসেছেন বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ড।

পূর্বপশ্চিমবিডি/এসএম

শঙ্কা,খেলা,বৃষ্টি,টস,ম্যাচ,বাংলাদেশ,আয়ারল্যান্ড,টি-টোয়েন্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close