• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড লিটনের

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ১৬:৩৮
স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এতদিন দ্রুততম রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে ২০ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

১৬ বছর পর আশরাফুলের সেই রেকর্ড ভেঙেছেন লিটন দাস। বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৮ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ড্যাশিং এই ওপেনার।

বেন হোয়াইটের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন লিটন। নতুন মাইলফলকে যেতে তার লাগল ১৮ বল। ফিফটির ইনিংসে লিটন হাঁকান পাঁচটি চার ও তিনটি ছক্কা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির মালিক এতদিন ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে সে রেকর্ড গড়েছিলেন তিনি।

লিটন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close