• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তৃতীয় ম্যাচে টাইগার একাদশে আসছে পরিবর্তন

প্রকাশ:  ২৯ মার্চ ২০২৩, ২২:৫৯
স্পোর্টস ডেস্ক

প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টোয়েন্টিতে বুধবার (২৯ মার্চ) আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিলো সাকিব আল হাসানের দল। শুধু সিরিজ জয়েই সন্তুষ্ট হতে চায় না বাংলাদেশ, পল স্টার্লিংদেরও হোয়াইটওয়াশ করতে চায় চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সেই মিশনে বাংলাদেশ একাদশে পরিবর্তন নিয়ে নামতে পারে বলে জানিয়েছেন দলপতি সাকিব।

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে সাকিব আল হাসান বলেন, ভালো দল যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যায়, তখন তারা সবসময় ২-০ ব্যবধানে এগিয়ে থাকলে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চেষ্টা করে। আমরাও তেমনই চেষ্টা করব। আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো শেষ ম্যাচে কয়েকজন নতুন প্লেয়ার সুযোগ পাবে। তারাও ভালো করার জন্য ক্ষুধার্ত থাকবে।

এ ম্যাচে সাকিব শুরুতে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রান করার পর বল হাতে ২২ রান দিয়ে নেন ৫ উইকেট। ছন্দে থাকা সাকিব বলেন, গত কয়েক ম্যাচের মতো পারফর্ম করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আমরা যদি সেরা দল হতে চাই, উইকেটে গিয়ে শুরু থেকেই নিজেকে মেলে ধরতে হবে। ওভাবেই খেলার সিদ্ধান্তই নিয়েছিলাম।

আয়ারল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে এসেছিলেন সাকিব। এতো আগে কেন বল হাতে নিলেন তিনি? সাকিব বলেন, টেক্টর স্লো বল করার সময় সেটা বেশ ঘুরছিলো। তখনই আমার মনে হয়েছিলো, স্পিনারদের জন্য সুবিধা আছে। সেজন্য শুরুতে হাত ঘুরানোর সিদ্ধান্ত নিই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পরিবর্তন,একাদশ,টি-টোয়েন্টি,আয়ারল্যান্ড,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close