• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সুপার ওভারে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২৩, ১২:৩৪
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। নির্ধারিত ওভারে দুই দলের রান সমান হলে খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে জয় পায় লঙ্কানরা।

রোববার (২ এপ্রিল) নিউজিল্যান্ডের অকল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় দুইদল। ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে নিউজিল্যান্ড ৮ উইকেটে ১৯৬ রান করে।

পরে খেলা সুপার ওভারে গড়ালে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে ২ উইকেটে ৮ রান তোলে। জবাবে চার বল বাকি রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা।

এদিন ১৯৬ রান তুলতে লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেন চারিথ আসালাঙ্কা। অপরাজিত ৫৩ রান করেন কুশল পেরেরা। এছাড়া কুশল মেন্ডিস করেন ২৫, ধনঞ্জয়া ডি সিলভা ১৫ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা করেন অপরাজিত ২১ রান। কিউইদের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন জেমস নিশাম।

কিউইদের ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান করেন ড্যারিল মিচেল। মার্ক চ্যাপম্যান করেন ৩৩ রান, টম লাথাম ২৭, রচিন রবীন্দ্র ২৬ ও জেমস নিশাম করেন ১৯ রান।

লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন প্রমোদ মধুশান, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জয়,শ্রীলঙ্কা,সুপার ওভার,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close