• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা টেস্টে তাসকিন নেই, অনিশ্চিত তামিমও

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২৩, ২৩:৪৩
স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার টেস্টের চ্যালেঞ্জে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (৪ এপ্রিল) একমাত্র টেস্টে আইরিশদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। তবে এ ম্যাচে তাসকিন আহমেদ ছিটকে গিয়েছেন সাইড স্ট্রেইনের কারণে। এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে তামিম ইকবালকে নিয়েও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ছেলের অসুস্থতার কারণে তামিমের এই টেস্টে অংশগ্রহণ নিয়ে সংশয় আছে।

তিনি বলেন, তামিম তার পারিবারিক ইস্যু নিয়ে ব্যস্ত আছে, তার ছেলে অসুস্থ। আমরা নিশ্চিত নই, সে টেস্ট খেলবে নাকি খেলবে না। কিন্তু আমরা আশা করি সে অংশ নিতে পারবে।

২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্ট খেলেন তামিম। ইনজুরির কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না ৩৪ বছর বয়সী ব্যাটার।

এর আগে তাসকিন আহমেদ গ্রেড টু সাইড স্ট্রেইন নিয়ে ছিটকে যান। তার বদলে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অনিশ্চিত,ঢাকা টেস্ট,তাসকিন আহমেদ,তামিম ইকবাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close