• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ঢাকা টেস্টে আয়ারল্যান্ড দলে সাতজনের অভিষেক

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৩, ১০:১৯
স্পোর্টস ডেস্ক

একমাত্র টেস্ট ম্যাচে মঙ্গলবার (৪ এপ্রিল) আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

টাইগারদের বিপক্ষে একাদশে অনেক বড় পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঢাকা টেস্টে অন্তত ৭ জনকে অভিষেক করাচ্ছে আজ তারা।

তবে, একেবারে নতুন টেস্ট খেলতে নামছেন ৬ জন। সঙ্গে রয়েছেন পিটার মুর। যিনি জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন এক সময়। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে আগে। কিন্তু আজ ৪ এপ্রিল আয়ারল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ক্যাপ পরতে যাচ্ছেন তিনি। তাকেসহ ধরে মোট ৭জনের অভিষেক হচ্ছে আজ।

একেবারে নতুন হিসেবে টেস্ট ক্যাপ মাথায় তুলতে যাচ্ছেন কার্টিস ক্যাম্ফার, মারে কমিন্স, হ্যারি টেক্টর, গ্রাহাম হিউম, লরকান টাকার এবং বেন হোয়াইট (তার প্রথম শ্রেণির অভিষেক)।

আয়ারল্যান্ড একাদশ

মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), মার্ক অ্যাডেয়ার, অ্যান্ডি বালবির্নি, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অভিষেক,আয়ারল্যান্ড,ঢাকা,টেস্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close