• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকা টেস্ট

তিন উইকেট তুলে নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৩, ১২:৪৩ | আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:৪৭
স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম সেশন ভালোভাবেই কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম সেশনে ৬৫ রানে আয়ারল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। ১৮ রান নিয়ে হ্যারি টেক্টর এবং ৯ রান নিয়ে ব্যাট করছেন কার্টিস ক্যাম্ফার।

এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।।

টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়েছে আইরিশরা। বিশেষ করে দুই পেসার শরিফুল ইসলাম এবং এবাদত হোসেনের। এই দুই পেসারের আগুনে বোলিংয়ের মুখে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে আয়ারল্যান্ড।

ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স।

অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢাকা,টেস্ট,আয়ারল্যান্ড,বাংলাদেশ,উইকেট,লাঞ্চ বিরতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close