• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাকিস্তান সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা

প্রকাশ:  ০৪ এপ্রিল ২০২৩, ১৩:২৭
স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে জায়গা পেয়েছেন সম্প্রতি ওয়ানডে অভিষেক হওয়া রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি ও চাদ বয়েস। দলে আছেন দুই নতুন মুখ-বেন লিস্টার ও কোলে ম্যাককোয়েনি।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের নেতৃত্বে থাকছেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএলের কারণে এমনিতেই সিরিজটি মিস করতেন। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেছেন তিনি।

এছাড়া আইপিএলের খেলা থাকায় এ সিরিজের দলে নেই টিম সাউদি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপসের মতো তারকারা। তবে একেবারেই তরুণ দল নিয়েও পাকিস্তান সফরে যাচ্ছে না কিউয়িরা। দলে আছেন ড্যারেল মিচেল, জিমই নিশাম, হেনরি নিকোলস, ম্যাট হেনরি ও ঈশ সোধি।

দল নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, এ বছরের শুরুতে ওয়ানডে সিরিজটা শিক্ষণীয় ছিলো দলের খেলোয়াড়দের জন্য। বিশ্বকাপের বছরে বেশি ওয়ানডে খেলাটা দারুণ ব্যাপার হবে খেলোয়াড়দের জন্য।

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর শুরু হবে ১৪ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। এ সিরিজ চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এরপর একদিন বিরতি দিয়েই রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে দুদল। সিরিজটি শেষ হবে ৭ মে।

নিউজিল্যান্ড স্কোয়াড

টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, চাদ বয়েজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোলে ম্যাককোয়েনি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমই নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ঈশ সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,দল,পাকিস্তান,সিরিজ,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close