• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকা টেস্ট: ৪৫ বলে সাকিবের অর্ধশতক

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৩, ১১:৩৭
স্পোর্টস ডেস্ক

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেট জুটিতে দুর্দান্ত খেলে যাচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আর এর মাঝেই মাত্র ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নিলেন টাইগার অধিনায়ক।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান। আয়ারল্যান্ড থেকে এখনো পিছিয়ে আছে ৮৭ রানে।

বুধবার (৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা সকাল ১০টায় শুরু হয়। দ্বিতীয় দিনের শুরুতেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হন মুমিনুল হক।

এর আগে মঙ্গবার (৪ এপ্রিল) প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তাইজুল ইসলামে ঘূর্ণিতে ২১৪ রানে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত শূন্য ও তামিম ইকবাল ২১ রানে বিদায় নেন।

এর আগে বল হাতে প্রথম দিনে আধিপত্যটা ছিলো বাংলাদেশেরই। তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিজেদের দখলে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। বাকি উইকেটটি নিজের পকেটে পুরেন শরিফুল ইসলাম।

এতে টস জিতে ব্যাট করতে নামা আইরিশদের ইনিংস ৭৭.২ ওভারে শেষ হয় মাত্র ২১৪ রানে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢাকা টেস্ট,সাকিব আল হাসান,অর্ধশতক,আয়ারল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close