• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকা টেস্ট

লিড নিলো বাংলাদেশ, আক্ষেপ নিয়ে সাজঘরে সাকিব

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৩, ১৪:০৮ | আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৪:১৪
স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব আল হাসান। ছিলেন সেঞ্চুরির পথেও। লাঞ্চ বিরতির পর সেভাবেই ছুটছিলেন, তবে কট বিহাইন্ড হয়ে টাইগার অধিনায়ক থেমে যায় ৮৭ রানে। তার বিদায়ে ভেঙে যায় ১৮৮ বল স্থায়ী ১৫৯ রানের জুটি। সাকিবের বিদায়ের অর ক্রিজে এসেই লিটন এক ওভারে ৩ চার হাঁকান। আইরিশদের ২১৪ রান টপকে লিড দেয় বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের রান ৪৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯। ৭৬ রান নিয়ে মুশফিকুর রহিম এবং লিটন দাস ব্যাট করছিলেন ১৩ রান নিয়ে।

এর আগে দুই অভিজ্ঞ ব্যাটারের ওপর ভর করে ধীরে ধীরে এগিয়ে চলছিলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের করা ২১৪ রানের জবাব দিতে নেমে শুরুতে কিছুটা বিপদে পড়ে টাইগাররা। কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দৃঢ়তায় সে বিপদ কাটিয়ে ওঠে স্বাগতিকরা।

ঝড়ো গতিতে ব্যাট করে প্রথমে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক সাকিব। ঝড়ো গতিতে না হলেও তার দেখাদেখি হাফ সেঞ্চুরির মাইলফলক পার হন মুশফিকুর রহিমও। ৬৯ বলে ক্যারিয়ারের ২৬তম হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। দু’জন মিলে এরই মধ্যে গড়ে তুলেছেন ১৩০ রানের জুটিও।

৩৪ রান নিয়ে দিন শুরু করার পরপরই মুমিনুল হকের উইকেট হারিয়ে দারুণ বিপদে পড়েছিলো বাংলাদেশ। এরপর সেই বিপদ থেকে টাইগারদের টেনে তোলার গুরু দায়িত্ব পালন করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। সে সঙ্গে ঝোড়ো হাফ সেঞ্চুরি করেছেন সাকিব। ৪৫ বলে ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করেন তিনি।

নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন শূন্য রানে। তামিম ইকবাল আউট হলেন ২১ রানে এবং ১৭ রান করে বিদায় নেন মুমিনুল হকও। প্রথম দিন শেষ বিকেলে দুই ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দিন শেষ করেছিলো টাইগাররা। রান ছিলো ৩৪। ১৮০ রানে তখনো পিছিয়ে বাংলাদেশ।

এর আগে মঙ্গবার (৪ এপ্রিল) প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে বল হাতে প্রথম দিনে আধিপত্যটা ছিলো বাংলাদেশেরই। তাইজুল ইসলাম একাই তুলে নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিজেদের দখলে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ। বাকি উইকেটটি নিজের পকেটে পুরেন শরিফুল ইসলাম।

এতে টস জিতে ব্যাট করতে নামা আইরিশদের ইনিংস ৭৭.২ ওভারে শেষ হয় মাত্র ২১৪ রানে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সাজঘর,লিড নিলো বাংলাদেশ,আক্ষেপ নিয়ে,লিড,বাংলাদেশ,আক্ষেপ,আয়ারল্যান্ড,সাকিব আল হাসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close