• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোহাগের নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন সালাউদ্দিন

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২৩, ২৩:৫৪
স্পোর্টস ডেস্ক

আর্থিক কেলেঙ্কারির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে সংস্থাটি। একইসঙ্গে তাকে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানা করা হয়েছে।

সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি নিষেধাজ্ঞার খবর আসার পরপরই যোগাযোগ করা হয় সালাউদ্দিনের সঙ্গে।

গণমাধ্যমকে বাফুফে সভাপতি বলেন, ফিফা নিষেধাজ্ঞা দিলে তো আমরা নিষিদ্ধই রাখবো। আমি ছোট একটা মেইল পেয়েছি। আমি বিস্তারিত কিছু জানি না। তাই এখন কিছু বললে তা সঠিক হবে না। আগে বুঝে নিই বিষয়টা কী, তারপর বলবো।

ফিফার সাধারণ দায়িত্ব ও আনুগত্য ভাঙার পাশাপাশি জালিয়াতি ও মিথ্যাচার করেছেন সোহাগ। যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি। এমনটাই বলেছেন সালাউদ্দিন, এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, সে আপিল করতে পারে। দেখি কী হয়!

এদিকে, ২০১৩ সাল থেকে বাফুফে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সোহাগ। দশ বছর পর এই পদে নতুন কাউকে দেখা যাবে এবার। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আবু নাঈম সোহাগ,বাফুফে,সভাপতি কাজী সালাউদ্দিন,নিষেধাজ্ঞা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close