• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোহাগ ইস্যুতে বাফুফের জরুরি সভা সোমবার

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৩, ২২:২২
স্পোর্টস ডেস্ক

আর্থিক কেলেঙ্কারির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। বাফুফেতে সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক। যে কারণে, দ্রুতই এ পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। এরইমধ্যে বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হয়েছ। এবার সেখানে কার নাম বসতে চলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সোমবার (১৭ এপ্রিল) জরুরি বৈঠক ডেকেছে বাফুফে।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সভার নোটিশ এরই মধ্যে বিতরণ করা হয়েছে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে।

কাজী মো. সালাউদ্দিন বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে জরুরি সভা ডেকেছি।

সভার একটিই এজেন্ডা, সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় বাফুফের করণীয়। গুরুত্বপূর্ণ ওই চেয়ারে কাকে বসাবে বাফুফে? নতুন কাউকে নিয়োগ দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। যে কারণে, প্রশাসনিক কাজ চালিয়ে নিতে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে পারে বাফুফের নির্বাহী কমিটি।

নিষিদ্ধ হওয়া আবু নাইম সোহাগও প্রথমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বাফুফের প্রথম বেতনভুক্ত সাধারণ সম্পাদক ছিলেন দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী পামেল।

২০১১ সালে পামেলের মৃত্যুর পর তৎকালীন ম্যানেজার (কম্পিটিশেন) মো. আবু নাইম সোহাগকে করা হয়েছিলো ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এক বছর পরই তিনি পূর্ণাঙ্গভাবে পেয়েছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জরুরি সভা,বাফুফে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close