• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

উইজডেনের বর্ষষেরা স্টোকস, টি-টোয়েন্টির সেরা সূর্যকুমার

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৩, ১০:৪২
স্পোর্টস ডেস্ক

উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। আর উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। আর নারীদের মধ্যে উইজডেনের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি।

ব্যাটে-বলে ২০২২ সালটা দারুণ কাটিয়েছেন বেন স্টোকস। গত বছর তার নেতৃত্বে ইংল্যান্ড এক নতুন যুগে পা রেখেছে। তার অধিনায়কত্বে গত বছর ১০ টেস্টের ৯টিতেই জিতেছিল ইংল্যান্ড।

গত বছর ১৫টি টেস্ট খেলেছেন স্টোকস। সে ১৫ টেস্টে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ৮৭০ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে তিনি ৪টি ফিফটিও করেছেন। আর বছরজুড়ে ৩১.১৯ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।

এদিকে উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। গত বছর ৩১টি টি-টোয়েন্টিতে ১১৬৪ রান করেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ইতিহাসে যা এক বছরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রান। এ ছাড়াও টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও গড়েছেন সূর্যকুমার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ক্রিকেটার,উইজডেন,বর্ষসেরা,টি-টোয়েন্টি,বেন স্টোকস,সূর্যকুমার যাদব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close