• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কলকাতায় অভিষেক সুখকর হলো না লিটনের

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৩, ২১:৫৭
স্পোর্টস ডেস্ক

কাভার ড্রাইভে চার মেরে আইপিএলের যাত্রাটা দারুণভাবে শুরু করেছিলেন লিটন দাস। তবে পরক্ষনেই দৃশ্যপট পাল্টে সাজঘরের পথ ধরেন টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটার। মুকেশের বলে মাত্র ৪ রান করে ললিত যাদবের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কলকাতার সংগ্রহ ৪ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৩০ রান।

এর আগে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষে ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তার পর কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তবে প্রথম দুই ম্যাচেই তাকে ডাগ আউটে বসে থাকতে হয়। অবশেষে দিল্লির বিপক্ষে আজকের ম্যাচে একাদশে ডাক পান তিনি। তবে কলকাতার জার্সিতে অভিষেকটা নিজের মতো করে রাঙাতে পারলেন না টাইগারদের এই ডানহাতি ওপেনার।

এদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে এই দুই দলের লড়াই। যদিও ম্যাচের ওভার কমানো হয়নি। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

লিটন দাস আইপিএলে খেলার সুযোগ পাওয়া ষষ্ঠ বাংলাদেশি। এর আগে আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও মুস্তাফিজ খেলেছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

লিটন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close