• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

প্রথম ওয়ানডে: টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ০৯ মে ২০২৩, ১৫:৪১
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের এসেক্স কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবিরনি।

ম্যাচটা আয়ারল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়াতে এমনিতেই এই সিরিজের ওপর চোখ অনেকের। তবে আইরিশদের সামনে মরণ-বাঁচন লড়াই। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আয়ারল্যান্ড।

এ ম্যাচে আয়ারল্যান্ড দলে ফিরেছেন জশ লিটল। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছুটিতে ছিলেন তিনি আইপিএল খেলবেন বলে।

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ বাংলাদেশ ওয়ানডের দল থেকে আছে দু’টি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদও। এ দুজনের জায়গায় আজ একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,ব্যাটিং,আয়ারল্যান্ড,টস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close