• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন উরুগুয়ে

প্রকাশ:  ১২ জুন ২০২৩, ১১:০৩
স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার লা প্লাতায় ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ফাইনালে তারা ইতালিকে হারিয়েছে ১-০ গোলে। দলের হয়ে জয়সূচক গোল করেন লুসিয়ানো রদ্রিগুয়েজ।

জমাট রক্ষণ রেখে দুই দলই পুরো ম্যাচে চালায় তুমুল লড়াই। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে গোলের দেখা পায় উরুগুয়ে। এই গোলই বাকিটা সময় ধরে রাখতে পেরেছে তারা।

ফিফার অনূর্ধ্ব-২০ আসরে সর্বশেষ চারবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের কোন না কোন দল। ইউরোপের দলকে হারিয়েই সেই এই ধারা ভাঙা কাপ জিতলো লাতিন আমেরিকার দল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন।

পুরো টুর্নেমেন্টে মাত্র তিন গোল হজম করে উরুগুয়ে, তিন গোলের সবগুলোই আবার গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে। আর কোন ম্যাচে গোল না খেয়ে শিরোপা জিতল তারা। তাদের রক্ষণই মূলত ছিলো সবচেয়ে নজর কাড়া।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উরুগুয়ে,চ্যাম্পিয়ন,যুব বিশ্বকাপ,ইতালি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close