• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শেবাগ-মুরালিধরনের ভবিষ্যদ্বাণী

প্রকাশ:  ২৭ জুন ২০২৩, ২০:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে বসছে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর।

মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১০ দলের অংগ্রহণে ভারতের দশটি ভেন্যুতে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ৫ অক্টোবর আহমেদাবাদে গতবারের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টুর্নামেন্ট চলবে ৪৬ দিন। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল।

টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনও ১০০ দিন বাকি। তবে ইতোমধ্যে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশের পর কারা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট হবেন তা নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করলেন সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ ও মুত্তিয়া মুরালিধরন।

গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল ডিফেন্ডিং ইংল্যান্ড, বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড, টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়া ও এবারের স্বাগতিক ভারত। নিউজিল্যান্ড ব্যতীত বাকি তিন দলকে এবারের আসরের শেষ চারে দেখছেন শেবাগ ও মুরালিধরন। ব্ল্যাক ক্যাপসদের জায়গায় দুই কিংবদন্তি ক্রিকেটার সেমিফাইনালে দেখছেন পাকিস্তানকে।

সম্ভাব্য সেমিফাইনালিস্টে মিল থাকলেও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারি নিয়ে দুজন একমত হতে পারেননি। ভারতের জার্সিতে ২০১১ বিশ্বকাপ জেতা ওপেনার শেবাগের ধারণা, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এবারের আসরের সর্বোচ্চ রান আসতে পারে। অন্যদিকে ১৯৯৬ বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরালিধরনের ভাষ্যমতে, কোহলির পাশাপাশি এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে থাকতে পারেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও ইংল্যান্ডের জো রুটও।

শেবাগ-মুরালির মতের অমিল থাকল সর্বোচ্চ উইকেটশিকারির ভবিষ্যদ্বাণীর নিয়েও। ভারত আয়োজক বলেই হয়ত বিশ্বকাপের সম্ভাব্য সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে বেছে নিলেন দুই পেসার যশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিকে। শেবাগ পেস বোলারদের বেছে নিলেও স্পিন বোলিংয়ের জীবন্ত কিংবদন্তি এবারের আসরে স্পিনারদের জয়যাত্রা দেখছেন। সেজন্যই হয়তো ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবীন্দ্র জাদেজার মধ্যে কেউ আগামী বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেন বলে মনে করেন তিনি। তবে জাদেজার ক্ষেত্রে ঘরের মাঠে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলার শর্তও জুড়ে দিয়েছেন ইতিহাসের সফলতম এ বোলার।

ওয়ানডে বিশ্বকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close