• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিশ্বকাপের দল ঘোষণায় সময় বাড়ছে

প্রকাশ:  ০৭ আগস্ট ২০২৩, ১৪:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বকাপ নিয়ে হযবরল অবস্থা। আইসিসি এবং বিসিসিআই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে স্রেফ তালগোল পাকানো কাজ করে যাচ্ছে। যেখানে ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করা হয়েছিল এক বছরেরও বেশি সময় আগে।

সেখানে এবার মাত্র ১০০ দিন আগে ঘোষণা করা হয় সূচি। সেই সূচিও চূড়ান্ত নয়। এখন পরিবর্তন করতে যাচ্ছে আইসিসি। শোনা যাচ্ছে, অন্তত পাঁচটি ম্যাচের সূচি পরিবর্তন করবে আয়োজকরা। যা রীতিমত বিস্ময়কর লাগছে ক্রিকেটপ্রেমীদের কাছে।

সূচি চূড়ান্ত না হওয়ায় টিকিটও কাটা যাচ্ছে না। ক্রিকেটপ্রেমীরা করতে পারছেন না নিজেদের ভ্রমণ সূচিও। মাঠের আয়োজনের সঙ্গে প্রভাব পড়েছে দলগুলোকে পরিচালনার সক্ষমতায়ও। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার সময় বাড়াচ্ছে আইসিসি।

আগের দেওয়া তথ্যমতে, টুর্নামেন্টের প্রাথমিক দল ঘোষণা করতে হতো ২৯ আগস্টের মধ্যে। নতুন করে আইসিসি আরও এক সপ্তাহ বাড়িয়েছে। তাতে লাভ হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া এশিয়ার দলগুলোর। এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট থেকে। ফাইনাল ১৭ সেপ্টেম্বর।

ফলে এশিয়া কাপ শুরুর প্রায় এক সপ্তাহ পর্যন্ত ক্রিকেটার যাচাই-বাছাই করার সুযোগ পাবে দলগুলো। অবশ্য বিশ্বকাপের ক্ষেত্রে প্রাথমিক দল ঘোষণার পর চূড়ান্ত দল দেওয়ার ক্ষেত্রে দলগুলো আরও সময় পাবে।

প্রাথমিক দল ঘোষণার পর যদি কেউ দলে পরিবর্তন আনতে চায়, তাহলে আইসিসির অনুমোদনও লাগবে না। বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে থেকে দল পরিবর্তনের জন্য আইসিসির অনুমোদনের প্রয়োজন হবে।

আইসিসি,ক্রিকেট,ওয়ার্ল্ডকাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close