• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

প্রকাশ:  ০৭ আগস্ট ২০২৩, ১৭:৩৩
পূর্বপশ্চিম ডেস্ক

তামিম ইকবাল চট্টগ্রামে আচমকা অবসর ঘোষণার দিন রাতে জরুরি বোর্ড মিটিং ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঠিক তার এক এক মাসের মাথায় আরেকটি বোর্ড মিটিং ডাকা হয়েছে। এবারের জরুরি মিটিংয়ের কারণের সঙ্গেও জড়িয়ে আছেন সেই তামিম। তিনি ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেওয়ায় এই মিটিংয়ে ঠিক করা হবে একদিনের ক্রিকেটের নেতা কে হবেন।

আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে এই মিটিংটি হবে। বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘ওয়ানডে অধিনায়ক ঠিক করার জন্য মূলত বোর্ড মিটিং ডাকা হয়েছে। আগামীকালই ঠিক হয়ে যাচ্ছে, কে হচ্ছেন আমাদের নতুন অধিনায়ক।’

গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন তামিম সরে যাওয়াতে শুরু হয় সংকট। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ২৮ ঘণ্টার মাঝে খেলায় ফেরার ঘোষণা দেন। তখন তামিম জানিয়েছিলেন তিনি অধিনায়ক হয়ে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে সেটি ঠিক হবে বিসিবির সঙ্গে বৈঠকের পর।

লন্ডনে চিকিৎসা শেষে তামিম গত ৩ আগস্ট বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। সেখানে তিনি জানান নেতৃত্ব ছেড়ে শুধু খেলা চালিয়ে যাওয়ার কথা। এরপরই মূলত শুরু হয় অধিনায়কত্ব নিয়ে আলোচনা। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর থাকায় বিসিবি বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে।

আলোচনায় আছেন টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব থাকা সাকিব আল হাসান। ক’দিন আগে পাপন জানিয়েছিলেন সাকিবকে অধিনায়ক করে দেওয়া সবচেয়ে সহজ কাজ। তবে তার ভাবনা ও পরিকল্পনা জেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে বোর্ড।

বিসিবি,সাকিব,তামিম,অধিনায়ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close