• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার ক্রিকেট মাঠে রেড কার্ড

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৩, ১২:৫৮
পূর্বপশ্চিম ডেস্ক

রেফারি নয়, আম্পায়ার দেখাচ্ছেন রেড কার্ড। পকেট থেকে রেড কার্ড বের করে আম্পায়ার শাস্তি দিচ্ছেন ফিল্ডিংয়ে থাকা দলকে। শাস্তিও অদ্ভুত! রেড কার্ড পেলে একজন ফিল্ডারকে ছেড়ে যেতে হবে মাঠ।

কল্পনা নয়, সত্যিকার অর্থেই ক্রিকেট মাঠে শুরু হতে যাচ্ছে রেড কার্ডের প্রচলন। প্রথমবার এমন কিছু দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সিপিএলের নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে রেড কার্ডের শাস্তির বিধান।

নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। এ সময়ের মধ্যে ১৮তম ওভার শুরু করতে না পারলে একজন বাড়তি খেলোয়াড়কে বৃত্তের ভেতরে থাকতে হবে। সব মিলিয়ে মোট পাঁচজন।

আর ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু করতে না পারে, তাহলে দুজন ফিল্ডারকে থাকতে হবে বৃত্তের ভেতরে, মোট ৬ জন। এবং ২০ তম ওভার বল শুরু করার আগে নির্ধারিত সময় অতিক্রম করে যায়, তাহলে সেই দলের একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হবে। শেষ ওভারে দশজন ফিল্ডার নিয়েই খেলতে হবে দলকে।

শুধুমাত্র ফিল্ডিং দলের ক্ষেত্রেই যে শাস্তি প্রযোজ্য তা নয়, সময় নষ্টের জন্য ব্যাটিং দলেরও শাস্তি রয়েছে। সময় নষ্টের ব্যাপারে আম্পায়াররা শুধুমাত্র একবারই ব্যাটসম্যানদের সতর্ক করবেন। দ্বিতীয়বার একই কাজ করলে পাঁচ রান কেটে নেওয়া হবে।

ক্রিকেট,রেড কার্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close