• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হার দিয়ে অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫২
স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। বুধবার (২০ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে গেছে মাহবুবুর রহমান লিটুর দল।

বাংলাদেশ ও স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে। ২৪ সেপ্টেম্বর শেষ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

গত এপ্রিলে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ‘ডি’ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলো। বাংলাদেশ গ্রুপের দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভিয়েতনামের টিকিট পেয়েছিলো।

দ্বিতীয় রাউন্ডে ৮টি দেশ খেলছে দুই গ্রুপে ভাগ হয়ে। ‘এ’ গ্রুপের চার দেশ হচ্ছে-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারত।

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে চূড়ান্ত পর্বে। যে পর্বে সরাসরি খেলবে স্বাগতিক ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া ও চীন। আগামী বছর ৭ থেকে ২০ এপ্রিল ৮ দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা হবে ইন্দোনেশিয়ায়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,চ্যাম্পিয়নশিপ,নারী,হার,অনূর্ধ্ব-১৭,ভিয়েতনাম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close