• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

অ্যালেন-বাউসকে সাজঘরে ফেরালেন মোস্তাফিজ

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০০
স্পোর্টস ডেস্ক

দুই ঘণ্টারও বেশি সময় পর আবারো শুরু হয়েছে খেলা। তবে বৃষ্টির পর বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

২০ বলে ৯ রান করে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার ফিন অ্যালেন। ওয়ানডাউনে নামা চ্যাড বোয়েজও একইভাবে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য হন মোস্তাফিজের বলে।

এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের রান ৯ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯। ৫ রান নিয়ে ব্যাট করছেন উইল ইয়ং এবং ১ রান নিয়ে ব্যাট করছেন হ্যানরি নিকোলস।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ৪ ওভার ৩ বল হওয়ার পর ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি আসার আগপর্যন্ত কিউই ওপেনারদের ভালোই চাপে রেখেছিলেন দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও কেবল ৯ রান খরচ করেছে টাইগাররা। বৃষ্টির থামার পর খেলা কমে দাঁড়ায় ৪২ ওভারে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোস্তাফিজুর রহমান,সাজঘর,অ্যালেন-বাউস,বাংলাদেশ,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close