• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সোধিকে মানকাডিং করলেন হাসান, ডেকে আনলেন লিটন

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মানকাডিং আউট করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তবে টেলিভিশন আম্পায়ার রানআউট দেওয়ার পর উঠে যেতে থাকা সোধিকে ডেকে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অর্থ্যাৎ, ব্যাটারকে আউট করলেন না বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। সে সঙ্গে ক্রিকেট ইতিহাসে তারা স্থাপন করলেন বিরল এক নজির।

ইনিংসের ৪৬ তম ওভারে বোলিং করতে এসেছিলেন হাসান। চতুর্থ বল করার আগে থেমে যান তিনি। ডেলিভারি স্ট্রাইডে অ্যাকশন পুরো করার আগেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙেন হাসান। এরপর আবেদনও করেন। অন ফিল্ড আম্পায়ার মারাই এরাসমাস যান টেলিভিশন আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা যায়, স্টাম্প ভাঙার সময় ক্রিজের বাইরেই ছিলেন সে সময় ২৫ বলে ১৭ রানে অপরাজিত থাকা সোধি।

আউট হওয়ার পর হাসতে হাসতে মাঠ ছাড়তে থাকেন সোধি। যাওয়ার পথে ব্যাটে চাপড় মেরে কোনো কিছু ইশারাও করছিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার। কিন্তু এরপরই দেখা যায়, সোধি ফিরে আসছেন। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে আম্পায়ার এরাসমাসের সঙ্গে কথা বলতে দেখা যায় এর আগে, এরপরই আম্পায়ার সোধিকে ফিরে আসার সংকেত দেন। এর অর্থ, আবেদন তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এ সব ক্ষেত্রে চাইলে দলের অধিনায়ক আবেদন তুলে নিতে পারেন।

ফিরে আসা সোধির মুখের হাসি চওড়া হয় এরপর। হাসান মাহমুদকে জড়িয়েও ধরেন তিনি। শেরেবাংলার দর্শকেরাও করতালিতে তাকে স্বাগত জানান আবার।

ক্রিকেটে ‘মানকাডিং’ বলে পরিচিত এ আউট নিয়ে বিতর্ক হয় মাঝেমধ্যেই। অনেকেই এটিকে ‘ক্রিকেটের চেতনাবিরোধী’ বলেন। যদিও এমন আউটকে ক্রিকেটের আইনে বেশ কিছুদিন আগেই ‘স্পিরিট অব ক্রিকেট’ থেকে ‘রানআউটের’ আওতায় নিয়ে আসা হয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডেতে এমন আউটের ঘটনা আছে ৫ টি। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজে শাদাব খানকে এভাবে আউট করেছিলেন আফগানিস্তান বোলার ফজলহক ফারুকি। মিরপুরে আজ ষষ্ঠ ঘটনাটি দেখা গিয়েছিল প্রায়, শেষ পর্যন্ত সেটি হলো না।

সোধি পরে আজ আউট হন ৩৯ বলে ৩৫ রান করে। খালেদ আহমেদের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন ব্লান্ডেল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শেখ মেহেদী ও খালেদ আহমেদ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিউজিল্যান্ড,সিরিজ,মানকাডিং,হাসান মাহমুদ,পেসার,বাংলাদেশ,আউট,লিটন দাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close