• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লিটনের পর তানজিদ-সৌম্যকে হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৪
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের দেয়া ২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার লিটন দাসের পর এক ওভারে তানজিদ-সৌম্যকে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভারে ৬০/৩।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রানের বেশি তুলতে পারেনি কিউইরা।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজুর রহমান এই ম্যাচেও বাংলাদেশকে দাপুটে শুরু এনে দেন। দলীয় ১৫ রানের মাথায় মোস্তাফিজের শর্ট ডেলিভারিতে রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে লিটনের হাতে তালুবন্দী হন ওপেনার উইল ইয়ং।

প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেটের জন্যও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। দলীয় ২৬ রানের মাথায় আরেক ওপেনার ফিন অ্যালেনকে ফেরান দ্য ফিজ। মোস্তাফিজের অফ স্ট্যাম্প করিডোরে করা ডেলিভারিতে মিড অফের ওপর দিয়ে শট গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন অ্যালেন। ১৫ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে।

এরপর চ্যাড বোসকে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে কিউইরা। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। মোস্তাফিজের পর এবার উইকেটের খাতায় নাম লেখান অভিষিক্ত পেসার খালেদ হোসাইন। দলীয় ৩৬ রানের মাথায় নিজের প্রথম ওয়ানডে উইকেট তুলেন নেন ডানহাতি এই পেসার। তার লাফিয়ে ওঠা বলে স্কয়ার লেগের দাঁড়িয়ে থাকা তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলেন দেন চ্যাড। ১৯ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে।

এরপরই যেন পাল্টে যায় নিউজিল্যান্ড। হেনরি নিকল ও টম ব্লান্ডেলের ১০৫ রানের জুটিতে ভর করে লড়াকু স্কোরের ইঙ্গিত দেয় কিউইরা। দীর্ঘক্ষণ ধরে উইকেট শূন্য থাকা বাংলাদেশ সাফল্য পায় দলীয় ১৩১ রানে। নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেয়ে যান খালেদ। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে স্কয়ার কাট করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নিকলস। মাত্র ১ রানের জন্য ফিফটি পূরণ হয়নি বাঁহাতি এই ব্যাটারের। ৬১ বলে ৪৯ রান করে ফেরেন তিনি।

চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেট হারাতেও খুব বেশি সময় লাগেনি সফরকারীদের। দলীয় ১৫৭ রানের মাথায় শেখ মেহেদীর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন রবীন্দ্র রাচীন। ১৪ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে।

এরপর দলীয় ১৬৬ রানের মাথায় উইকেটের খাতায় নাম লেখান হাসান মাহমুদ। দুশ্চিন্তার কারণ হয়ে ওঠা টম ব্লান্ডেলকে ফেরান এই ডানহাতি পেসার। হাসানের দুর্দান্ত ইয়র্কারে কোনো জবাব দিতে পারেননি ব্লান্ডেল। তবে আউটে আগে ৬৬ বলে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই ডানহাতি পেসার।

এরপর দলীয় ১৮৭ রানে কোলে ম্যাককনচিকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। তবে ইশ সোদি ও কাইল জেমিসনের ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানায় কিউইরা। তবে সেই জুটিও বেশি লম্বা হতে দেননি মেহেদী। তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট। দলীয় ২১৯ রানের মাথায় মেহেদির করা বল মিড অনের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তার হাতেই ধড়া পড়েন জেমিসন। ২৭ বলে ২০ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।

উইকেট শিকারের উৎসবে যোগ দেন নাসুমও। ৩৯তম ওভারের প্রথম বলে এলবিডাব্লিউ করেন কোলি ম্যাককঞ্চিকে (২০)। কাইল জেমিসনকে (২০) কট অ্যান্ড বোল্ড করেন মেহেদি।

৪৬তম ওভারে নিউজিল্যান্ডের ব্যাটার ইশ শোধিকে মানকার্ডিংয়ের ফাঁদে ফেললেন হাসান মাহমুদ। আউট হয়ে সাজঘরের দিকেই ফিরছিলেন শোধি। কিন্তু অধিনায়ক লিটন ফিরতে দিলেন না। নিজেদের আবেদন তুলে নিয়ে শোধিকে আবারও উইকেটে ফিরিয়ে আনলেন বাংলাদেশ অধিনায়ক। হাসতে হাসতে ফের উইকেটে ফেরার আগে তরুণ হাসান মাহমুদকে বুকে জড়িয়ে আলিঙ্গন করলেন কিউই তারকা। এরপর অবশ্য খালেদের বলে ৩৫ রানে ফেরেন তিনি। শোধি ফেরার পর শেষ পর্যন্ত ২৫৪ রানে থামল সফরকারীরা।

অভিষিক্ত খালেদ ৯.২ ওভারে ৬০ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ৪৫ রানে ৩টি নিয়েছেন শেখ মেহেদি। মুস্তাফিজ নিয়েছেন ২টি।

২৫৫ রানের টার্গেটে নেমে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন প্রায়। ট্রেন্ট বোল্টের বল প্রথম মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হয়েছিলেন লিটন। হালকা আবেদন। সে আবেদনে কিছুটা সময় নিয়ে সাড়া দেন আম্পায়ার মরিস ইরাসমাস। লিটন রিভিউ নিলেন। হক আই ভিউতে দেখা গেলো, বল স্ট্যাম্প মিস করতো। উপর দিয়ে চলে যেতো উইকেটরক্ষকের হাতে। সুতরাং, নট আউট।

ষষ্ঠ ওভারের শেষ বলে লিটন দাস বিদায় নেন। মাত্র ১৯ রানের উদ্বোধনী জুটি গড়েন বাংলাদেশের অধিনায়ক। ১৬ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান তিনি। কাইল জেমিসনের বলে রাচিন রবিন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন।

১১তম ওভারে বাংলাদেশ হারালো দ্বিতীয় উইকেট। ইশ সোধির বলে তানজিদ হাসান তামিম ক্যাচ দেন লকি ফার্গুসনকে। ১২ বলে ৩ চারে ১৬ রান করেন তিনি। দুই বল পর সৌম্য সরকারকে শূন্য রানে ফিরতি ক্যাচে ফেরান নিউ জিল্যান্ড স্পিনার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বাংলাদেশ,বিপদ,তানজিদ-সৌম্য,লিটন দাস,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close