• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইশ সোধির স্পিন ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশ

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৫
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ইশ সোধির স্পিন ঘূর্ণিতে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তিনি একাই নিয়েছেন তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার ও তৌহিদ রিদয়ের উইকেট।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২১ ওভারে ১০৪/৩। মাহমুদুল্লাহ রিয়াদ (২৪) ও মেহেদী হাসান (৩) মাঠে অপরাজিত আছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৪ রানের বেশি তুলতে পারেনি কিউইরা।

২৫৫ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন প্রায়। ট্রেন্ট বোল্টের বল প্রথম মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হয়েছিলেন লিটন। হালকা আবেদন। সে আবেদনে কিছুটা সময় নিয়ে সাড়া দেন আম্পায়ার মরিস ইরাসমাস। লিটন রিভিউ নিলেন। হক আই ভিউতে দেখা গেলো, বল স্ট্যাম্প মিস করতো। উপর দিয়ে চলে যেতো উইকেটরক্ষকের হাতে। সুতরাং, নট আউট।

ষষ্ঠ ওভারের শেষ বলে লিটন দাস বিদায় নেন। মাত্র ১৯ রানের উদ্বোধনী জুটি গড়েন বাংলাদেশের অধিনায়ক। ১৬ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান তিনি। কাইল জেমিসনের বলে রাচিন রবিন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন।

১১তম ওভারে বাংলাদেশ হারালো দ্বিতীয় উইকেট। ইশ সোধির বলে তানজিদ হাসান তামিম ক্যাচ দেন লকি ফার্গুসনকে। ১২ বলে ৩ চারে ১৬ রান করেন তিনি। দুই বল পর সৌম্য সরকারকে শূন্য রানে ফিরতি ক্যাচে ফেরান নিউ জিল্যান্ড স্পিনার।

এরপর মাঠে আসেন তৌহিদ রিদয়। তিনিও বেশি সময় টিকতে পারেন না। সাজঘরে ফিরে যান ইশ সোধির। তিনি ৭ বলে করেন ৪ রান।

ম্যাচের ১৯তম ওভারে ইশ সোধির লেগ সাইডের বলে খেলতে চেয়েছিলেন তামিম। বল গ্লাভসে লেগে যায় পেছনে। ভালো ক্যাচ নিয়েছেন টম ব্লান্ডেল। তবে শুরুতে নিউজিল্যান্ড খেলোয়াড়রা উদ্‌যাপন শুরু করে দিলেও আম্পায়ার মারাই এরাসমাস আউট দেননি। তামিমও দাঁড়িয়ে থাকেন দুই হাত তুলে।

এরপর নিউজিল্যান্ড নেয় রিভিউ। কিন্তু সে রিভিউ টেলিভিশন আম্পায়ারের কাছে যাওয়ার আগেই হাঁটা দেন তামিম। ফলে রিভিউ আর দেখা হয়নি। এরাসমাস ইশারা করেছেন, রিভিউ লাগবে না আর। আল্ট্রা-এজ পরে নিশ্চিত করেছে, তামিমের গ্লাভসে লেগেছিলো বল।

তামিম থেমেছেন ৪৪ রান করেই। ৫৮ বলের ইনিংসে সাবেক অধিনায়ক মেরেছেন ৭টি চার। ভালো শুরুর পরও উইকেট ছুড়ে এলেন তিনি। বাংলাদেশ ২০ ওভারের আগেই হারিয়ে ফেলেছে অর্ধেক ব্যাটসম্যান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ইশ সোধি,স্পিন,বাংলাদেশ,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close