• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

এশিয়ান গেমসের জমকালো উদ্বোধন

প্রকাশ:  ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৬
স্পোর্টস ডেস্ক

জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো ১৯তম আসরের। শনিবার (২৩ সেপ্টেম্বর) হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারে পর্দা উঠে এবারের আসরের। দর্শকে ঠাসা স্টেডিয়ামে চীনের হাংজু শহরের সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বিভিন্ন দেশের প্যারেডেও ছিলো ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির ছোঁয়া।

স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে মার্চ পাস্টে পতাকা বহন করেন দাবাড়ু নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবলার সাবিনা খাতুন। আজ আসর আনুষ্ঠানিকভাবে শুরু হলেও কয়েকদিন আগেই এশিয়ান গেমসের ফুটবল ও ক্রিকেট ডিসিপ্লিনের চালু হয়েছে। প্রতিযোগিতাটির প্রথম দিনেই রয়েছে বাংলাদেশের আট ডিসিপ্লিনের খেলা।

সকাল সাড়ে ৬টায় রয়েছে নারীদের শ্যুটিং। সেখানে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলগত ইভেন্টে মাঠ নামবেন শায়রা খাতুন, কামরুন নাহার কলি ও নাফিসা তাবাসসুম। খেলাটি হবে ফুইয়াং ইনহু স্পোর্টস সেন্টারে।

শ্যুটিং শুরু হওয়ার আধা ঘণ্টা পর সকাল ৭টায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা। প্রথম সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি হবে ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে। একই সময় অন্যদিকে লিনান স্পোর্টস কালচারাল এন্ড এক্সিবিশন সেন্টারে তায়কোয়ানদোতে নামছে বাংলাদেশ দল। সেখানে ব্যক্তিগত পুমসে খেলবেন বাংলাদেশের রুমা খাতুন ও নূরুদ্দিন হোসেন।

সকাল ৮টায় জিমন্যাস্টিক্সের ইভেন্টে নামছে বাংলাদেশ দল। সেখানে অল এরাউন্ড ও এপারেটাস বাছাইয়ে খেলবেন বাংলাদেশের সাংখিয়ং খুমি ও আবু সাঈদ রাফি। খেলাটি হবে হুয়াংলং স্পোর্টস সেন্টার জিমনেসিয়ামে। একই সময়ে হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার অ্যাকুয়াটিক সেন্টারে সাতারের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক হিটে নামবেন সামিউল ইসলাম।

জিমন্যাস্টিক্সে তিন ঘন্টা পর এশিয়ান গেমসে নামবে বাংলাদেশ হকি দল। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান। গংশু কানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১ টায়।

দুপুরে দাবার ১ম ও ২য় রাউন্ডে নামবে বাংলাদেশ দল। খেলাটি হবে হ্যাংজু কুই ইউয়ান চেস হলে। বিকাল সাড়ে ৫টায় ফুটবলে নামবে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ চীন। খেলাটি শুরু হবে হুয়াংলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

এশিয়ান গেমস,উদ্বোধন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close